তোকে হারিয়ে
মিত্রতা করে চলছি একাকীত্বের সঙ্গে,
কি প্রয়োজন তোর সাথে জড়াতে দ্বন্দ্বে।

আমি তো হেরেই গেছি
তোকে যত্ন করে আগলে রাখতে,
তুই তো কখনোই চাস নি
একেবারের জন্য থেকে যেতে।

নিরব নিভৃতেই দেখে যাবো
তোর ছায়া মাড়ানো অন্ধকার,
একাকীত্বের গল্প লিখতে লিখতে
হয়ে গেছি ছায়া গল্পকার।