খোলা সমুদ্রে পূর্ণিমার চাঁদের সাথে রাত কাটিয়েছো?
আমি কাটিয়েছি। কাটিয়েছি পুরো একটি রাত! ঝকঝকে জ্যোৎস্নায় স্নাত হয়েছি ওষ্ঠ থেকে বৃদ্ধাঙ্গুল। মনের অজান্তে বলে গেছি অতীতের করে আসা ছোট-বড় সব ভুল।
প্রতিবিম্বিত জলরাশি পূর্ণিমা রাণীর আগমনে মুগ্ধ। হৈচৈ করে আছড়ে পড়ছে স্রোতের টানে টানে। যেন সকলেই বুক ছুয়ে নিতে চায় রাণীর প্রতিস্ফলিত সৌন্দর্য্যে। বেমালুম ভুলে যেতে চায়, বিগত তেরো দিন দেখা না দেয়ার মান-অভিমান।
মুচকি হাঁসির রেখা ফুটে উঠলো ওষ্ঠ-অধরে। শুধু আমিই না! যে অপেক্ষায় থাকে পূর্ণিমা রাণীর! তার আগমন তো মহা উৎসবের কারণ! বিভিন্ন অঙ্গে-ভঙ্গে চলছে তাকে খুশি করার প্রয়াস।
যেন পূর্ণিমা চাঁদটি সমুদ্র-রাণী হয়ে ভালোবেসে গড়ে নেয় আবাস।