তোমাকে আগলে রাখতে
সারা জীবনের ভালোবাসা,
কষ্ট-যতনা,
কোনটিই যেন সুখকর মনে হয় না।

মন বলে সিজদায় শুধু
কেঁদে যাই তোমার লাগি,
যেন জান্নাত হয় অতৃপ্ত দুটি মনের
একান্ত ব্যক্তিগত ঠিকানা।