কলম, কালি, কাগজ
লিখতে হয়তো সহজ,
এটাও ভুললে চলবে নাকো
লিখাই জ্ঞানের মগজ।
নিয়ম, কানুন, অভয়,
লাগবে লিখার সময়,
এটাও ভুললে চলবে নাকো
আল্লাহ হবেন সহায়।
লিখতে চাইলে চলবে কলম
চলবে গতিময়,
নয়তো কালি শুকিয়ে যাবে
কাগজ হবে ক্ষয়।
ইলম ছাড়া লিখলে লেখক
হবেই অর্থহীন,
কলম, কালি, কাগজ, সময়
সবই মূল্যহীন।