কারো আগমনে হঠাৎ বদলায়
গোটা জীবনের দৃশ্যপট,
কেউ ইধারে-উধারে ঘুরেফিরে ফের
কড়া নেড়ে যায় খটাখট।
কারো অন্ধ রজনী আলোকিত হয়
প্রেমীয় সুধার পানে,
কেউ কাক-ডাকা ভোরে বিসন্নতায়
খুঁজে ফেরে তার মানে!
কারো তপ্ত দুপুর কোমল মায়ায়
পরশ বুলায় গালে,
কেউ স্নিগ্ধ বিকালে মুগ্ধতা হারায়
একলা পথে বলে।
কারো হৃদয় ব্যাস্ত সহ-হৃদয়ের
মান অভিমান নিয়ে,
কেউ স্বার্থপরতায় জড়াতে সিদ্ধ
অভিযোগ শেকল দিয়ে।
কারো চক্ষু যুগল ডুব দিয়ে থাকে
হরিণী চোখের মাঝে,
কেউ মেঘ-জমা চোখে আত্ম হারায়
সকাল, সন্ধ্যা, সাঝে!
কারো চাহনিতে থাকে, খুন করে ফেলা
পরিতৃপ্তির ঝলক,
কেউ ঘুণে ধরে থাকা জীবন শিওরে
টেনে নেয় মৃত্যু ফলক।