মুখোশ 🎭
যা মানুষকে লুকোতে সাহায্য করে।

কেউ লুকিয়ে বেড়ায় তার পূর্বের করা পাপ_
কেউ লুকিয়ে বেড়ায় কোন অভাগার অভিশাপ।

কেউবা লুকোয় তার কালো চেহারার বিদঘুটে ওই চিত্র_
কেউবা লুকোয় নিজে ফাঁদে পড়ে যাওয়ার ভয়ে
কে শত্রু কে মিত্র।

অনেকেই লুকোয় চামড়ার আড়ালে থাকা কোন হিংস্র দানব-কে_
খেলার নেশায় যে পার্থক্য করে না, কোন জন্তু-জানোয়ার ও মানব-কে।

কেউ লুকোয় তার ধোঁকাবাজির চিরচেনা ঐ জঞ্জাল_
কেউ লুকোয় বিষাদের ছোঁয়ায় দুমড়ে যাওয়া মাংসহীন ঐ কঙ্কাল।

কেউ ছুড়ে ফেলে, কেউবা মুখে তুলে,
কেউ মুখোশহীন নিজেকে কল্পনার আকাশে ভাসায়_
কেউ (মুখোশ) মুখে তুলে নেয় জীবনের রশি ধরে কিঞ্চিৎ বেঁচে থাকার আশায়।