ধীরে ধীরে তুমি অভ্যাস হয়ে যাচ্ছো। এখন ঘরে ফিরে তোমাকে না পেলে কয়েক মুহূর্ত ভাবতে হয়। কি ভাবছি সেটাও ভেবে না পাওয়াই বুঝি তোমার শূন্যতা। হঠাৎ মনে পড়ে গেলে ধক করে ওঠে বুকটা। যেন শান্ত মরু বুকে লো-হাওয়ায় শীতল ধুলি-ঝড় গোলাকার করে ছড়িয়ে যাচ্ছে সারা দেহে। কিছু একটা আঁকড়ে ধরে থামাতে চায় হৃদপিণ্ডের উত্থান পতন। খুব করে কাছে পেতে চায়; ফিরে পেতে চায় তোমার শ্বাস ঘন, চোখ বুজে নেয়া শিহরিত যতন।
তুমি না থেকেও আশেপাশে বসে থাকো
আমার আদরের অপেক্ষায়,
তোমার ছায়া দেখে ব্যাকুল মানসিকতা
কিছুটা শান্ত হওয়ার প্রয়াস চালায়।
তোমার অভিমানী মুখে লেগে থাকে
কঠোর অভিযোগের ছাপ,
আমার হৃদয়ের তপ্ত কড়াইয়ে
ভুলগুলো দিতে চায় ঝাপ।
তোমাকে না বুঝাতে পেরে কম্পিত জিহ্বা
আটকে যায় তালুর পাদদেশে,
আমাকে বিব্রত দেখে মেনে নিতে বাধ্য হও,
মুচকি হাসিও দাও সব কিছু শেষে। ☺️