ভয়
তোমার ঐ কালো চোখজোড়ার দিকে তাকালে,
আমার বুকের
বা' পাশের কোথাও খুব ভয়ঙ্কর ভয় উঁকি দেয়।
শত হাতড়ে বেড়িয়েও
খুঁজে পাইনি যে, কঠিন ভয়কে
কারণ,
আমার চোখতো এখনো তলিয়ে
তোমার ঐ হরিণীর ন্যায় দু'চোখের গহীন মায়ায়।

এ ভয় তোমাকে ছেড়ে যাওয়ার ভয়,
এ ভয় তোমাকে হারিয়ে ফেলার ভয়,
এ ভয় আমার
ভালোবাসাকে ফিরিয়ে দেয়ার ভয়।

তোমাকে আজ কিছু গোপন কথা জানাই,

জানাই
বহুকিছু জেনেও কিছু একটা আজও জানতে পারিনি কেন?
সে প্রশ্নের-উত্তর আমার জানা নেই।

জানা নেই
কেন তোমার কথা মনে পড়লেই
মৃদু কম্পিত শরীরের কোথাও চিনচিনে ব্যথা যেন
বিজলী চমকের ন্যায় বিদ্যুৎ প্রবাহ করে প্রতিটি শিরা-উপশিরায়।

জানা নেই কেন__প্রকাশ করতে পারি নি আজও মনের অভিব্যক্তি,

হয়তো
মায়াজালে আবদ্ধ সে নিষ্ঠুর ভয়ের পরিচয়টিও আমার জানা নেই।