ঘড়ির কাঁটা রাত বারোটায়
করবো আজ অনশন,
সামনে আমার পরীক্ষা ভাই
মাথায় যে টেনশন!
ভাবতে গেলেও শিউরে উঠি
দাঁড়ায় গায়ের লোম,
"পরীক্ষা" নাম শুনেই যেন
পড়লো মাথায় বোম।
পড়তে গেলেই 'ভালো লাগে না'
নতুন একটি রোগ,
তাহার সাথে চোখের তাঁরায়
ঘুমটি নতুন যোগ।
ঘুমের চাদর গায়ে জড়িয়ে
হাঁপিয়ে উঠছে মন,
এমন প্রিয় ঘুমের আদর
পায় আর কতজন।
ঘুম তাড়িয়ে বইটি নিয়ে
করলাম আমি পণ,
আমি না পারিলে এই ভূবনে
পারবে আর কোন জন?