ভাগ্যের মিলন হয়ে ছিলো কভু
তাক্বদীরে লিখে রেখেছিলো প্রভু।
মিলে ছিলো হৃদয়, গেয়েছিলো গান
স্মৃতির পাতায় আজ সবই এলবাম।
বন্ধুত্ব'র সঙ্গা দেয়া বা বন্ধুত্ব নিয়ে আলোচনা করা,
কোনটাই যেন ভাষা'র পরিধিতে সংকুলান দেয়া সম্ভব নয়।
ভাষা'তো শুধু মুখের বুলি!
অন্তরের ভাষা প্রকাশের জন্য বিধাতা "বন্ধুত্ব" নামক একটি অনুভূতিও সৃষ্টি করে দিয়েছেন।
যেখানে ভাষার দৌঁড় তার শেষ প্রাচীরে মাথা ঠেকায়,
সেখানে "বন্ধুত্ব" ব্যাস্ত হয়, তার অনুভূতি ব্যক্ত করায়।