এ ফুলের সুবাসে, সুবাসী শোন রে!
মোহে জড়ানো অনিল তানে
সুবাস ছড়াতো যদি ভব চিরন্তন!

তব দরিয়ার মাঝি নাহি বাইতো
সুরেলা বাউল নাহি গাইতো_
সুবাসো নেশায় ডুবো ভুঁই আমরণ।

ও হৃদয়ের সুবাসী! সুবাস বৈ কি?
নেশাতুর মায়ায় আঁখি বন্দী
টেনে নাও কেন উদাসীন আবরণ?

ওগো সুবাসিনী! কলিজার সুবাসী!
ব্যাকুল এ হৃদয় সুবাস পানে
করে যেতে চায় অবিরাম আহরণ।