তুমি ধরাছোঁয়ার বাইরে থেকে
ছুঁয়ে দেখতে চাও!
তুমি নির্জনতার সুযোগ নিয়ে
গভীরে দুঃখ দাও!
তুমি ব্যস্ততার আড়ালে থেকে
উঁকি দিয়ে যাও ফের!
তুমি সুস্থতা ভুলে দিন থেকে রাত
বিষন্ন কাটাও ঢের!
তুমি মুক্ত পাখির পালক আচলে
আশ্রয় নাও খুঁজে!
তুমি ডানা ঝাপটাও পায়রার মত
সময় সুযোগ বুঝে!
তুমি সময়ের চেয়ে অসময়ে বেশি
তৎপর ছিলে খুব!
তুমি কল্পনা ধরে আলোর আশায়
আধারে দিলে ডুব!
তুমি অবচেতনায় অশ্রু ঝরাও
করায়ত্ব রেখে!
তুমি আড়ালে থেকে মুচকি হাসো
অসহায়ত্ব দেখে!
তুমি মানুষ হয়তো মনুষ্যত্বহীন
স্বার্থপর এক নারী!
তুমি ফানুস উড়িয়ে বিদায় জানাও
যেন আর না ফেরে বাড়ি!