আবেগের বাঁধটা ভেঙ্গে গেছে,
কিছুই যেন তোয়াক্কা করছে না আর,
ঠিকরে বেরিয়ে আসছে মনে না চাইলেও,
এখন আর ইচ্ছের কোন দাম নেই তার কাছে।
আবেগগুলো বড় হচ্ছে ক্রমশ সময়ানুসারে,
তাই সাধ্যাতীত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত
তার বেড়াজাল ছিড়ে ফেলার।
আগে ভুলিয়ে রাখতাম,
আজ পারছি না।
দুর্বল হয়েছে প্রবল ইচ্ছাশক্তি,
সুযোগে আবেগের কুয়াশায় প্রভাবিত,
করছে সেসবই, যা কখনও করার কথা নয়
অপেক্ষায় আছি, কবে আসবে আমারও সময়।