১
তুমি নিন্দুকের ভয়ে
আমার হাতটি ধরছো না!
আমি তোমার পাশে বসতে চাইছি না।
তুমি চক্ষু লজ্জায়
আমার পানে চাইছো না!
আমি তোমার নজরে থাকতে চাইছি না।
তুমি অন্ধকারেও
মুক্তি চাইছো আমার বন্ধন থেকে!
আমি ভুল করেও কভু জড়িয়ে ধরছি না।
তুমি শ্বাস প্রশ্বাসেও
ভান করছো স্বাভাবিক হৃদকম্পন!
আমি কথা দিচ্ছি কখনও চুমু খাইছি না।
২
তুমি অবেলায় কেন খুঁজে বেড়াচ্ছো
ভালো না থাকার কারণ,
আমি ভুলে যাবো না কখনও তোমায়
যতোবারই করো বারণ।
তুমি অভিযোগ করে ছেড়ে যেতে চাও
ভুলে যেতে চাও সব,
আমি চোখ বুঝলেও স্মৃতি ঝাপটায়
ছেড়ে চলে যাই ভব।
তুমি অভিমান করে, করে যাও শুধু
ভালো থাকারই প্রয়াস,
আমি ভুল করেও, ভুলবো না কভু
যতদিন রবে দেহে শ্বাস।
তুমি অকারণে কেন ভুল বুঝে থাকো
ভুল ছিল না সত্যি কাহারো,
আমি চেয়ে থেকে যেন কবরে থাকছি
ফিরতে চাইছি আবারও, আবারও।