একাকীত্বের দুনিয়ায় তোকে পেয়ে
নিজেকে খুব সুখি মনে করেছিলাম।
কিন্তু তুই তো চাঁদ ছিলি !
ভাগ্যিস গোটা দুনিয়ার চাঁদ না হয়ে
তুই যদি শুধু আমার চাঁদ হয়ে থাকতি ;
তোকে ভালোবেসে আজীবন
সূর্য হয়ে জ্বলে নিঃশেষ হতে থাকতাম।
কিন্তু তুই তো চেয়েছিলি মুক্তি !
নানান অজুহাতে বলেও ছিলাম
তোকে নিয়ে কত স্বপ্ন আঁকতাম।
কিন্তু তুই তো অভাগিনী, স্বেচ্ছাচারিণী !
আমাকে বিরাগী বানিয়ে
তুই কিভাবে বেঁচে আছিস ?
ইশ ! যদি একটুখানি দেখতাম !