তুমি সন্ধ্যে ভুলে পূব আকাশে
একটু নয়ন মেলো,
সময় ক্রান্তে বিষুবরেখায়
জ্বলবে কিরণ আলো।
অন্ধকারের তমসা কেটে
ঘটবে মিলনমেলা,
ঘুম ভেঙে ফের চক্ষু তাঁরায়
দেখবে ঊষার খেলা।