(একুশ শব্দ-১)
রাত গুলো ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে
জ্যোৎস্নারা জেগে পাহারা বসায়
মেঘগুলো পথ পায় অবশেষে
অর্ধনমিত কিছু ককুর ডেকে
ডেকে হয়রান হয়ে গেছে…..
(একুশ শব্দ-২)
সূর্য জাগবে বলে পাখিরা সব
ডাকছে হঠাৎ যেন দরাজ!
হলুদ সাদা চাঁদ ঐ নীলাজ
একদিন স্পষ্ট হবেই
কবিতারা কেউ নয় নিভাঁজ!