যখন কবিরা মেরুদন্ড রেখে আসে
শাসকের পায়ের তলায় কলম
কেঁদে কেঁদে ফেলে শুধু কুমিরাশ্রু -
তলা চাটা রিপোর্টার দ্যাখে শুধু
মানুষের হাতে ইট কাঠ পাথর
এই সব অস্ত্রেই জ্বলে নাকি দেশ?
ভাঙে নাকি জনতা আমার স্বদেশ!
ক্ষোভে নয় বিক্ষোভ করে জংগী
বিরোধিতা করবি? তুই রাজাকার!
শহীদের মৃত্যুতে হবে সাজা কার??
জানে না জনতা যারা জীবিত-
কাল কী হবে তাদেরও জানাজা
গায়েবানা-মামলা? গণ গ্রেপ্তার-
চলবে রক্তধারা প্রতি অক্তেই?
শিশুরা ঝরে যাবে ঘরের টবেই
তখনি কবিতা খোলে তার মুখ
রক্তের ছন্দে কবিতা চলুক
তখনি প্রাচীর হয়ে ঠিক সামনেই
দাড়াবে এসে দেখো সাঈদের বুক...।