বৃষ্টি নিয়ে মিষ্টি যত
কৃষ্টি আছে এই দেশে
বর্ষা এলেই স্পর্শা হয়ে
চর্চা করে যাই মিশে!
টাপুর টুপুর বৃষ্টিফোটা
পড়তে থাকে পথ-ঘাটে
মেঘে মেঘে ডেকে উঠে
কদম কেয়ার কাল কাটে!
ভেক দেখি না কেক দেখি যে
পদ্মপাতার মাঝখানে!
শাপলা শালুক বিলে ঝিলে
ফুটে থাকার যেই মানে
ঝুপঝুপিয়ে বৃষ্টি নামার
ছড়াগুলো সব জানে!