ছড়াকার ছড়া কাটে
বসে বসে ভাঙা খাটে!
   পীঠটাকে ঠেস দিয়ে
  বালিশের তুলা কাটে!
বেঁকিয়ে সে দাড়া পিঠ!
    ঘামে ভিজে চিটচিট!
   চশমার ফাঁকে ফাঁকে
   চেয়ে থাকে পিটপিট!
   ছড়া শুনে কোলা ব্যঙ
    আরামে দোলা ঠ্যাঙ
    ফসকে যে চিৎপাত!
  মশাগুলো মারে ল্যাঙ!
        আগডুম বাগডুম
          বৃষ্টিরা ঝুম ঝুম
  আম পাকা জাম পাকা
   পাখিদের ঠোঁটে থাকা
       কিছু ফল টুপ টুপ
পড়ে থাকে খোকা চুপ!
কুঁড়িয়ে যেই পেলে তো
নিয়ে দৌড় দিলো ভোঁ!
     ছড়াকার দেখে যেই
    ছড়াকাটে এই! এই!
     কে রে তুই ধুর!ধুর!
      খাট ভেঙে হুড়মুড়!
   পড়ে গেলো ছড়াকার!
  বিবিকে সে দেখে বলে
   পড়ে নাই ছড়া তাঁর!!



(কৃতজ্ঞতা আমার মেয়ের প্রতি(ইসরাত জাহান (৮) যাকে হাসাতে গিয়ে ছড়াটির গোঁড়া পত্তন হয়েছিল)