শিরোণাম দেখে অনেকেই ভাবছেন,
আমি কোন ইতিহাস লিখছি, না তা নয়ঃ আমার ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করছি মাত্র |
কবিতা বড়ই আশ্চর্য বস্তু,
এটা কখন কিভাবে কবির হৃদয়ে জন্ম নেয়; তা বলা বিলকুল মুশকিল |
তবে,কিছু অনুঘটক আছে,
তার দু একটি আজ বলি,
যেমন ধরুন: শব্দ,
একটি সুন্দর শব্দই
একটি উর্বর কবি হৃদয়ে অন্তঃত
একটি কবিতার পটভূমি
গড়ে তোলার জন্য যথেষ্ট!
আবার, একটি নির্দিষ্ট বিষয়
বা চিন্তাই এক বা একাধিক
কবিতা তৈরী করতে সক্ষম| ধন্যবাদ, সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন,আরেকদিন কথা হবে কেমন?