কবিতা কেমন গোলাকার পূর্ণিমা চাঁদের মত!
ঘ্রাণময় বসন্তের ফুল মেঘের বাগান নীল
ছামিয়ানার নিচে উড়ন্ত পাখির ডানার ছায়া
জ্যোৎস্নার মত পৃথিবীর বুকে নামতে নামতে
মিশে যায় দ্রবিভূত হয়ে বাতাসের নরম বুকে
আছড়ে পড়ে; কুয়াশার মত আবছা আলোয়
প্রেয়সীর লাজুক মুখ নিরব চোখ
কম্পিত ভ্রু-যুগলের পাশে বিন্দু বিন্দু
উত্তেজনার স্বেদ; নির্মেদ কপোলের পাশে
চিকচিক
করে ওঠে কবিতার প্রথম পাঠ প্রথম স্বাদ
লেগে আছে আজো অসমাপ্ত তৃপ্তির ভেতর…..