স্যারকে খুশি করতে গেলে
অংক করো নিয়ম মেনে!
যেমন বলে ঠিক তেমনি
হবহু যে নকল টেনে!
বইটা তুমি করো নকল
মনের সকল ধকল জেনে!
পরীক্ষাতে উগড়ে দিও
বইয়ের পাতা গিলে গিলে!
তবেই তুমি জুরি বোর্ডের
মন পেলে তো মেডেল মিলে!
যাবেই যাবে রাখলে সাহস
তোমার ভিতর নকল দিলে!
যতই তুমি চর্চা করো
বুঝে বুঝে প্রশ্ন গুলো
পাবে না তো স্যারের আশিষ
বলবে তোমায় বেকুব ছেলে!
নিজের মতো লিখতে গেলে
অনেক স্যারের ধমক মেলে!
মরবে তুমি নেহাৎ জেনো
সৃজনশীলের কবি হলে!?!