কারো কারো কবিতা আসে না
ক্ষমতা হারানোর শোকে মুহ্যমান জানি
মুষড়ে পড়েছে স্থাপনার আঘাতে কাছে না
চলে গেছে দূরে তোমাদের এক রোখা দাম্ভিক রাণী
মানুষের মৃত্যুতেও ভাসে না
যাদের পাষন্ড চোখ
কোন দিন যেন আর না দেখে এই বাংলার মুখখানি
যারা খুনিদের দোসর আর প্রচন্ড পা চাটা মুক্ত হোক
রক্তে ভেঁজা এই বাংলার বুক
এ দেশে আর যেন না আসে কোনদিন
আমাদের ভাই হারা অনিঃশেষ শোক ।