দুটি একুশ

১)
কবি কোথায় জ্বেলেছো আগুন?
পুড়ে যাচ্ছে তোমার নিজেরই হাত!
নিজেরই কলম অকস্মাৎ
কেমন হয়ে গেলো ধোঁয়াটে ধোঁয়াশায়
কেমন ছটফট করছে আঁতাত!

২)
আগুনের চোখ নীলাভ হতাশায়!
কবিতার ঠোঁট বিষের বাণ
কাতরাচ্ছে তোমার ঘূর্ণায়মান আত্মা!
আজ কেবলি মুক্তি চায় তোমার
মিথ্যে হতে কবিতার পবিত্রতা!






(একুশের সম্মানে একুশ শব্দের
পবিত্র অনুভূতির সামান্য প্রচেষ্টা...
প্রিয় কবি
জনাব কবীর হুমায়ূনের আহবানে
অনুপ্রাণিত হয়ে...)