কবিতার মন ভালো নেই...
সবখানে চলছে কবিতার ধর্ষণ
যার যার মতবাদে কবিতার শরীরে চলে
অকথ্য সব নির্যাতনের নানা কর্ষণ!
কবির হেরে যাওয়া মতবাদ
দিনের পর দিন
চাপিয়ে দেয় পাঠকের ‘পর
এ যেন এক অতি অমানবিক
অনিচ্ছা সত্বেও বলতেই হবে
সমস্বরে ঠিক! কবি ঠিক!!
দল মত নির্বিশেষের সেই সব কবিতা
এখন যেন সব সোনার হরিণ
দিন দিন বাড়ছে কবিদের ঋণ
কবিরা বাজায় না আর নজরুল বীণ
কলমেরা আজ যেন ভীরু- সুকান্তহীন
কবিতার মন ভালো নেই
আজ কবিতার বড় দুর্দিন!!