কবি, তুমি না কি জাতীর বিবেক? ছিঃ ছিঃ কি অবাক!!
যখন আমার এ দেশ ক্ষত বিক্ষত তবু রূপক-উপমা লুকোচুরি রাখ ঢাক
যখন মানচিত্রের ভেতর থাবা প্রতিবেশী মুরুব্বি দেশ সেজেছে বাবা
স্বাধীনতার গলা টিপে কত কূটচালে জনতার সাথে খেলে যায় দাবা
যখন উচ্ছিষ্টভোগী দালালেরা নড়েচড়ে বসে কামড়ায় মায়ের শরীর
যখন রক্তের নেশায় ছিঁড়ে নেয় বোনের চুলের ফিতা সোনালী জরীর
হায়েনারা আয়না ঘরে গুম করে রেখেছিল শত শত বিরোধীর মত
যখন বহুধা বিভক্ত বাঙলার মানুষ হারিয়ে ফেলেছিল মুক্তির পথ
তখনও তুমি খোঁজ না কি আজো মোলায়েম কবিতার শব্দ আর ছবি?
আর কত জীবন রক্ত অর্ঘ্য দিলে তোমার কবিতারা ন্যাংটা হবে কবি??