হিংসা হিংসা এবং হিংসা
কেমনে করি লেজকাটা সেই
শিয়ালের মিমাংসা ।
লেজ হারিয়ে বুদ্ধি করে কাটে যদি সবাই
বলবে না কেউ পুচ্ছহীনা সকলে ভাই ভাই !
স্রস্টা ছেড়ে নাম লেখায়ে কপাল পোড়ার দলে
যুক্তি দেখায় স্রষ্টা কোথায় এমনি জন্ম ফলে!
এমনি এমনি শুন্য থেকে এলেন তারা ভবে
স্রষ্টা ছিল কোন পাহাড়ে কে দেখেছে কবে?
ডিম আগে না মুরগী আগে সেসব কথা বাদ
শুণ্য থেকে সব এসেছে সূর্য কি বা চাঁদ!!
নাস্তিকেরা সুর তুলেছে কাঁধ মিলিয়ে কাঁধ
ধর্মছাড়া করবে ধরা সব খোদাকেই বাদ!
স্রষ্টা আছে প্রমান কর নইলে কি আর হবে?
মানবো আমি ধর্ম তখন ঠিক তখনি তবে!!
আমি বলি প্রমান করো স্রষ্টা কেন নাই
ঘাম ঝরিয়ে বলেন তারা তার প্রমানও নাই!!
তাইলে কেন বাদানুবাদ দল করো হে ভারী?
তোমার জন্য তোমাদের পথ আর
আমরা স্রষ্টা পথচারী ।।