ধর্ম আর মানবতা কার পাল্লা ভারী?
সব দিকে যার কল্যাণ কামিতা
সর্ব কল্যানকারী তিনিই ধার্মিক
তাকেই ধর্ম বলেন বিধাতা ঠিক ।
যদি শুধু করো তুমি দান
হতেও পারো মানবতায় মহান!
কিন্তু যদি তুমি সাথে হও ব্যাভিচারী!
স্রষ্টা তোমাকে বলে তুমি শয়তান ভারি
তোমার দান মানবতায় পাশ করলেও
ধর্মে বলবে লম্পট তুমি রাখো যত বড় দাড়ি ।
কত মানবতাবাদীরা একদিকে
অনাহারীর করুন মুখে করে খাদ্য দান
আবার তারাই পাঠায় সেখানে মরনাস্ত্রের
বড় বড় চালান!
ওদের সে মানবতা ধর্মে হয় ফেল
কারন ওরা মুনাফিক ওরা মানবতায়
মারে শুধু তেল!
ধর্মের নামে কেউ যদি
করেন ব্যাবিচার
দেয় কোন লোভের সামান্য টোপ
হোক সে বড় পুরোহীত দরবেশ
অথবা কোন নামধারী পোপ
ধর্মে বলে তাকে দাও দুনিয়াতে
প্রকাশ্যে সমান শাস্তির মহাকোপ ।
যদি চুরি করে কেউ আর না থাকে অভাব
কেটে দেবে হাত তার হোক সে বড় সা’ব
বিনা কারনে যদি নেয় কেউ
কোন এক মানুষের জান
ধর্ম বলে সে এমন পাপী খুনি
যেন সমস্ত মানব জাতিকে হত্যার সমান!
কিছু ভালো কাজ করে
করা যায় মানবতাবাদীর মহা ভান
কিন্তু ধর্ম বলে সে তো
গরীবের গরু মেরে হলো জুতা দান !!
শুনে নাও মানবতাবাদীরা ধর্মের আখ্যান
বরং ধনীর ধনে রয়েছে গরীবের অধিকার
করুণা নয় দান কোন সে তো স্রষ্টার বিধান!!