একটি কবিতা ভালোবেসে গড়তে চেয়েছি
ঠিক সে তোমার মতন কবিতা তেমারই মত
তোমার চোখের কবিতার মত!
কবিতার মত তোমার চোখ! ঠোঁট!
তোমার নোলক অথবা দুলের মত শব্দের দোল
তোমার প্রেমের মতন নীরব কোন হিন্দোল
অচেনা ছন্দ অজানার বোল তোমার নাকের মত
বাঁশরীর সুর একটি কবিতা তুমি আর কতদূর?
কবে যে আসবে তুমি আমার কলমের অন্তঃপুর
আমার হৃদয়ে ব্যকুলতা নিয়ে আর কতদিন
অতৃপ্তির অকবিতা লিখেই যাব আমি?
হে মনোরমা
একটি কবিতা হও
যেখানে মিশেছে আকাশ ভূমি!
হে আমার প্রতীক্ষার প্রিয়তমা...
হবে কি আমার কবিতা তুমি?