গলা থেকে ছড়াগুলো হেটে যায় বিড়বিড়
তাই দেখে দাঁতগুলো করে ওঠে কিড়মিড়!
জিভ দেখে কাটে যেন ছড়াটাকে ভেংচি
ঠ্যাং তুলে বসে থাকে এক জোড়া বেঞ্চি!
স্যার এসে বলে কে রে? ছড়া না কি গান গায়?
সুকুমার ছাত্র কে?টিফিনে পান খায়??
ক্লাসে বসে ইতরামি এত বড় স্পর্ধা!
আমাকে এনে দিবি মিষ্টি জর্দা....
আর সুপারি কিছু কাঁচা কাঁচা যেন হয়
নইলে খাবি বেত আজ আর বাঁচা নয়!