কাঁদো আকাশ কাঁদো
রক্ত নেই আছে তো তোমার মেঘ
তাই দিয়ে তুমি প্রতিবাদী স্বরে
থরে থরে আজ শ্রাবণগুলোর বিদ্রোহী জোট বাঁধো ।

রক্ত নেই উষ্ণ অশ্রু ঢালো
দুঃখে তোমার নীলগুলো সব তাই কি করেছো কালো?
আমরা ঢেলেছি রাজপথে খুন
জল ঢেলে তুমি করেছো দিগুণ
মিছিলে মিছিলে মুখর করে জলের শ্লোগান জ্বালো ।

ছাত্র-জনতা সাথে প্রকৃতি
দিতে প্রস্তুত আত্নহুতি
বুট বুলেট যত থাক হেলমেট
কারো হবে না লক্ষচ্যূতি!!

কাঁদো আকাশ কাঁদো
আজকে যেন বেঁচে থাকার নেই যে কারো সাধও
ভেঙেছে ছাত্র যুবা এই জনতার সব ধৈর্য্যর বাঁধও
দাদা, রক্ত এমন সস্তা নাকি রাস্তার জলকাদা?
বুলেট তোমার কত আছে দেখব হারামজাদা!!