ষোল কোটি জনতার দ্রোহ উগরে পড়েছিল
সে দিন একটি বুকের ভেতর থেকে
বের হয়ে গেলো সব মোহ সব চেতনা
মুছে দেয়া সেই ক্ষোভের প্রচন্ড বারুদীয় ফেনা
কি এক অদম্য সাহসীকতায় দু’হাত ছড়িয়ে
টান টান বুকে বলেছিলো গুলি করো গুলি করো
হয় আমাকে মারো নয় মুক্তি দাও
আমি বাংলাদেশকে তবু ছাড়ো
নির্মম নির্ভার নির্ভয় প্রতিজ্ঞার সেই জিদ
সৈরাচার মুক্ত করে আজ আনবোই ঈদ
আমি বাংলাদেশের বুক আমি আবু সাঈদ ।