বিরাট কবি লিখে চলেন দিন আর রাত
মনের মাধুরী মিশে হাতে হাত পিষে
দাঁতে দাঁত পিষে কি সে বোঝানো যায়
মরুভূমির ফুলকে ভুল-ভাল বিষে
বিষাক্ত বস্তুবাদ গুজে দেন নিমিষে
পাঠকের মাথার ভিতর পেরেক ঠুকে দেন
দুনিয়াবী মতবাদ লোভের হাতুরিঘাতে হায়!
দিন যায় রাত যায় বিরাট কবি মহা চিন্তায়
এতো অধুনা কবিতা ভাবনার টোপ
ধর্মান্ধ কি এক প্রগতির প্রচন্ড কোপ!
তবু পৃথিবীর মানুষ স্রষ্টায় মাত!!