আফসোস! আফসোস!
কপালের সব দোষ
জীবনে কতো কি যে দেখবো!
গায়ের জোরে পায়ের জোরে
নিজের কবর নিজেই খোঁড়ে
জানে না তো রাত পোহালে
পালায় আঁধার আলোর তোড়ে!
আফসোস! আফসোস!
গোপনে ফোঁস ফোঁস
সুযোগ পেলে দেবে না কি কামড়?
সুযোগ কি আর আসে বারবার?
চলে গেলে সময় সেই কারবার
করতে কি আর পারবে সেসব পামর??
আফসোস! আফসোস!
সব গরু সব মোষ
ছাগলের মত শুধু লাফায়!
মুখের বুলিতে কবিতা ঝুলিতে
নিরুপায় হয়ে শব্দ গুলিতে
আজকে দুনিয়া কাঁপায় !!