কতকাল
জ্বলন্ত দ্বীপ শিখা
ভাম্পায়ার বিষাক্ত গোলা-বারুদ
শুধুমাত্র একটু ট্রিগার চাপে
নিমিষেই তছনছ করে
ধ্বংস করে দেয় মানবতা।
মা, মাটি, মানুষ যেখানে
মানবতা, মনুষ্যত্ব ডুকড়ে ডুকড়ে
কেঁদে ফেরে বৃহৎ ক্ষমতাধর রাষ্ট্র নায়কদের পানে-
সেখানেই হাতছানি দিয়ে ডাকে
কেঁদে বেড়ায় আত্মহুতি দেয় মানবতা।
কোন ঠুনকো কিংবা লোহার তৈরি সেই মানবতা।
হাজার হাজার মুসলমান মরলেও
জাগ্রত হয় না মানবতার তীর
বিধর্মী ইহুদি নাছরা মারলে
অগ্নি স্ফুলিঙ্গ দিয়ে জেগে ওঠে মানবতা।
আমি মরলে কাক পক্ষিও খোঁজ পাবে না-
এমনকি আমার স্ত্রীও আমার বিরুদ্ধে
মানবতার হাতিয়ার নিয়ে দাঁড়াবে-
হাসতে পারেন আমি বদ্ধ উন্মাদ
বলতে পারেন ছিড়ে গেছে আমার মাথার তাব-
আমি মরে গেলে কেউ কিছুই বলবে না-
কেনো না আসলেই আমি বদ্ধ উন্মাদ
নিরন্তর কান্না আর কতকাল।