চমৎকার আগুন ঝরা কবিতা৳সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ) নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে ০১ জানুয়ারি ১৯৬৪ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নবম শ্রেণীতে অধ্যয়নকাল থেকেই কবিতায় হাতে খড়ি। পরবর্তীতে তিনি কাপাসিয়া হাই স্কুল লেকে এস, এস, সি, এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ, এস, সি, পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে কিছুদিনের জন্য হাজ্বী আব্দুল কাদের প্রধান হাই স্কলে কিছুদিন শিক্ষকতা করেন। সেনাবাহিনীতে চাকুরীকালীন সময়ে তিনি কম্পিউটারের উপর ডিপ্লোমা সম্পন্ন করেন। সতের বৎসর চাকুরী শেষে অবসরগ্রহণের পর বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ট্রাষ্ট ব্যাংক লিঃ এ তিন বৎসর চাকুরী করেন। তিনি সেনাবাহিনীতে থাকাকালীন সময়েই বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হিসেবে মনোনীত হন। বর্তমানে তিনি গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে স্থায়ী ভাবে দীর্ঘ চুয়াল্লিশ বৎসর যাবৎ বসবাসরত আছেন। বর্তমানে তিনি হোমিও চিকিৎসার পাশাপাশি দলিল লিখক পেশায় নিয়োজিত আছেন। এছাড়া তিনি গাজীপুর২৪.কম অনলাইন পত্রিকার সম্পাদক, অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার প্রকাশিত ব :
@...উপন্যাস-হৃদয়ের মাঝখানে দেয়াল
-একবিন্দুতে ভালোবাসা
হোমিও বই -হোমিওপ্যাথিক মতে চিকিৎসা
কাব্যগ্রন্থ -নির্ঝর ভালবাসা- বইমেলা ২০১৫।