ফল্গু
ধরায়
ফুলে ফুলে
শোভিত করো
এসেছে একুশ।
আমার ভাইয়ের
রক্তে রাঙানোর ফুল-
শিমুল পলাশ বকুল;
প্রস্ফুটিত করো নানা ফুলে
গেয়ে যাবো অমর একুশের-
আমার ভাইয়ের রক্তে রাঙানো-
একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে....
যারা দিয়ে গেলো প্রাণ মধুর গান।
হাজার ছালাম, রফিকর জব্বার-
বরকতের রক্তে রঞ্জিত পথ;
আরো নাম না জানা অনেকে,
ছালাম জানাই সকলে-
আমার মায়ের ভাষা
বুকের রক্তে কেনা।
খালি পায়ে হাঁটি
একুশ এলে
দলে দলে
সকলে
নব
ও।
বর্ণ বিণ্যাসঃ ১-২-৩-৪-৫-৬-৭-৮-৯-১০-১১-১২-১৩=
=১৩-১২-১১-১০-৯-৮-৭-৬-৫-৪-৩-২-১।