আমার ভীষণ ইচ্ছে করে
তোমার সাথে হারিয়ে যেতে।
খোলা হাওয়ায় প্রাণ মাতিয়ে,
তোমার সাথে দিন কাটাতে।
আসতে যেতে তোমায় দেখি,
কেমন তুমি দাড়িয়ে থাকো
মৌন হয়ে ধরার বুকে।
তোমার কোলেই ঝর্ণা ঝড়ে
মেঘ উঁকি দেয়, বৃষ্টি পড়ে।
তোমার চূড়া ছুয়েই যে রোজ
ঊঁষার আলো ঢোকে ঘরে।
বাঘ-ভাল্লুক,পাখি যতো
উঠছে বেড়ে অবিরত
তুমিই তাদের করছো পালন
মাতৃ-পিতৃ স্নেহে।
ওরা, বুঝবে সেদিন, যেদিন প্রলয়
আসবে নেমে ধরার বুকে।
তোমায় যারা, ভেঙে নতুন
গড়ছে দালান কোঁঠা
তারাই যে কাল পড়বে মারা
ব্সুন্ধরার রোষে।
তবু পাহাড় তুমি থেকো
পাহাড় তুমি আছো, সবার হৃদয় জুড়ে।