নদী তীরে আমি একা
কেউ নেই সাথে-ফাঁকা,
আকাশেতে তারা আর
জ্যোৎস্নার রাত্রি।
কেউ হবে মোর সাথী,
মোর পথ যাত্রী?
শোনা যায় ওই শোনো
অদ্ভুত শব্দ
কারা যে গাইছে গান
চারিদিক স্তব্ধ।
ভেসে আসে গন্ধ
সাথে মৃদু চ্ছন্দ
নাচে-গানে চলছে
তাদেরই আনন্দ।
ভীত সন্ত্রস্ত
যাই তবু এগিয়ে
তারা কি করছে যেন
গায়ে রং লাগিয়ে।
অদ্ভুত সুন্দর
খোপা গোঁজা পালকে
কোমরে জড়ানো ছাল
বাঘ ও ভালুকের।
মনে হয় ভুল পথে
স্বপ্নের হাত ধরা,
এ তো সেই ইতিহাস
প্রাচীনের যুগে ফেরা।
এসেছি যে আমি একা,
কেউ নেই সাথে-ফাঁকা,
আকাশেতে তারা আর
জ্যোৎস্নার রাত্রি।
কেউ হবে মোর সাথী,
মোর পথ যাত্রী?