মনটা কেমন উদাস ছিল
আকাশ পানে চোখটি গেল,
মেঘ গুলো সব তুলোর মত
আকাশেতে ছড়িয়ে যত।
আমার মনে ভাবনা এলো
যাইনা চলে সেই খানেতে।
যেই খানেতে গেলে পাবো
মেঘের মতোই অন্য কিছু।
শুভ্র-সাদা ছড়িয়ে রবে
অনেক খানি জায়গা জুড়ে।
আনন্দে সব মাখিয়ে গায়ে,
মেঘ ভেবে তাই করবো খেলা।
তাই তো হঠাৎ গেলেম ছুঁটে
দূর পাহাড়ের পাদদেশে
মানঝা নদীর কিনার ঘেষে
ছড়িয়ে ছিল কাশ ফুলেরা,
মেঘের মতোন বেশে।
ভাবনারা আজ রূপটি নিলো
বাস্তবতার নামটি পেলো,
কাশ বনেতে গেলাম ছুঁটে।
আনন্দেতে মন মাতিয়ে
কাশফুল সব জড়িয়ে গায়ে,
নিলেম অনুভুতি.....
সত্যি যেন মেঘের সাথেই
আমি, করছি লুটোপুটি।