ইচ্ছে করে নদী হয়ে
এঁকে বেঁকে চলি,
কাকাতুয়া হয়ে আমি
কত কথা বলি।
চিল হয়ে কভু ছুঁই
আকাশের দাঁড়ি,
বেলুনের হাওয়া হই
লাটাইয়ের ঘুড়ি।
কখনও বা রং হয়ে
ছবিতে ছড়াই,
ফুলেতে ভ্রমর হয়ে
সুরে সুরে গাই।
পাহাড়ের চূড়া ছুঁই
ঝর্ণাতে ভিজি,
ওরা সব মোবাইলে
পাবজিতে বিজি।
আমি তবু ছুঁতে চাই
সূযের আলো,
জোনাকির মিটমিট
লাগে বেশ ভালো।
মেঘ হয়ে ভাসি কভু
দূর নীলিমায়
কে কে যাবি মোর সাথে?
আয় ছুঁটে আয়।