জানালার খিল খুলে
দেখ চেয়ে বাইরে।
বৃষ্টি হয়েছে রাতে,
গাছপালা ভিজে তাতে
সবুজ সতেজ মাঠ
স্যাত স্যাতে পথঘাট।
কচুর পাতায় জল
করছে যে টলমল
সূর্যের আলো পড়ে
করছে যে ঝলমল।
সারি সারি বক উড়ে
দেখ চেয়ে বাইরে,
ডাকছে ভোরের কাক
আর কিছু পায়রে।
শালিক, চড়াই সব
কিচিমিচি ডাক ছাড়ে
ঘড়ির কাটাও দেখ
টিকটিক ভাগছে রে
উঠে পর চটপট
আর কত ঘুমাবে?
লেট করে গিয়ে শেষে
কাজটাই হারাবে।