পেড়িয়ে শহর, দূর ঠিকানায়
পাহাড়ের কোলে বসে কত গান গাই।
ফাঁকা এই পথ, নদী তোলে ঢেউ
আমি বসে নৌকায় জোরে দাঁড় বাই।
জমে থাকা জল, ছায়া অবিকল
পাথরে ফড়িং বসে জলে ছবি তাই।
বিকেলের রোদ, ঝপসা আলো
পাখিরা ফিরছে ঘরে সার বেঁধে ভাই।
মনটা উদাস, ঘুরি-ফিরি তাই
কত ছবি ক্যানভাস নিজেকে হারাই।