আজ সারাদিন শুধু,
টুপটাপ বৃষ্টি।
ঠান্ডা বাতাস একি,
অপরূপ সৃষ্টি।
আকাশেতে মেঘ, কত
উড়ে যায় দূরে।
কাক, বক ভিজে সব
বৃষ্টিতে মরে।
পথ ঘাট সুনসান
মাঠে, জল-কাঁদা।
গাছ ভরা কত ফুল,
কাঞ্চন সাদা।
মানে না ছাতা এই,
বৃষ্টি বাদলে।
পথ-ঘাট থৈ থৈ
জল,খালে-বিলে।
জানালার শিক ধরে
বাইরেতে দেখি,
জলে গোটা ডুবে আছে
কচুবন একি।
জমা জলে টুপটাপ
বৃষ্টির ফোঁটা,
ঠান্ডায় গায়ে তাই
যেন লাগে কাঁটা।
কাঁথা মুড়ি দিয়ে থাকি,
বিছানাতে শুয়ে।
এক ঘুম দিয়ে উঠি
দুপুর গড়িয়ে।