বসন্ত মানে রঙের শোভা,
কোকিল করে গান।
আমের ডালে মুকুল,
আর পলাশ ফুলের ঘ্রাণ।
বসন্তে বয় দক্ষিণ হাওয়া
পাখির কুজন,
আমরা খেলব হলি
আজকে দুজন।
বসন্ত যেন সবার মনেই
লাগায় রঙের ছোঁয়া,
প্রেম জাগে তাই আমার মনেও
যেন, বসন্ত ফিরে পাওয়া।
বসন্ত জাগে কৃষ্ণচূড়ায়,
অশোক,শিমুল,কাঞ্চনে।
বসন্ত তাই জাগ্রত আজ
সবার মনের অন্তরে।