শতাব্দীতে ফেরার পথে
চেয়ার কারের সি- ৪১ সিটে,
এবার সিটটা মিডিল হল।
ইচ্ছে ছিল উইন্ডো সিটে
দেখবো বসে পূজোর আলো।
কিন্তু যে হায় নেইকো উপায়
মিডিল সিটেই বসতে হল,
রেলের বুকিং নিয়ম মেনে।
কান্না জুড়লে হয়তো আমি
বসতে পেতাম উইন্ডো সিটে,
তবেই হয়তো দেখতে পেতাম
পথের ধারের রঙিন আলো।
কিন্তু সে সব অন্য কথা
এখন আমি নেইকো ছোটো,
মিডিল সিটেই বসে তবু
দেখেছি কিছু রঙিন আলো।
পথ চলতি মানুষ কিছু
সঙ্গে তাদের বাহন পিছু-
যানজটেতে আটকে ছিল,
শতাব্দী এই আসছে বলে।
অনেক কিছুই খেলাম পথে
চা-কফি আর চিকেন চিলি
সুপ খেয়েছি সুপ স্টিকেতে
সিঙ্গাড়াতে, টমেটো সসে।
যাত্রীরা কেউ ঘুমিয়ে আছেন
কেউবা আছেন পেপার হাতে
মোবাইল আর ল্যাপটপ সব
ব্যস্ত ভীষণ কাজের সাথে।
অনেক স্টেশন আসল-গেল
কয়েকটা তে ট্রেন দাঁড়াল।
খানিক বাদেই স্টেশন পাবো
নামতে হবে দ্রুত ।