সবাই কেমন পালটে গেছে
আগের মতো নেই,
কবিগুরুর গল্প-নাটক
এখন সে সব কই?
সহজ পাঠের পাঠ্যসূচী
তলিয়ে গেছে জলে,
যুবকরা সব ডুবছে দেখো
জুয়ার আই.পি.এলে
মাঠ যতো সব ফাঁকাই,পড়ে
পাবজি খেলার ভীড়ে,
হারিয়ে যাচ্ছে সংস্কৃতি
ইন্টারনেট ঘিরে।
হোয়াটসআ্যপ ও ফেসবুকেতে
সেলফি তোলার ঝোকে
ভুলেই যাচ্ছি আমরা সবাই
সুশিক্ষা, সভ্যতাকে।
ভোরের আলো দেখে না কেউ
কেউ তুলে না ফুল,
রান্না বাটি কেউ খেলে না
খেলেই না পুতুল।
কখন আসে ১লা বোসেক?
পঁচিশটা দিন আর,
মনে এখন কেউ রাখে না
রবীন্দ্র নাথ কার?
বিশ্ব ব্যাপী অবক্ষয়
এই, সমাজে বাড়ছে।
অন্ধকার এই সমাজটাকে
ক্রমে গ্রাস করে নিচ্ছে।
সবাই আজি ভুলেই গেছি
রবি ঠাকুরের গান
জন্মদিনে প্রদীপ জ্বলে
রাখবো কবির মান।