আমি জানি আমার আশেপাশে এমন কিছু মানুষ আছে, যারা অন্যের জীবন নিয়ে খুব বেশি হতাশ,
আমি জানিনা কিসের জন্য তাদের মনক্ষুন্ন কিসের জন্য এত নাভিশ্বাস!
তারা রোজ রাতে আকাশ কুসুম কল্পনাতে স্বপ্ন দেখে,
আমি জানি মাটিতে পা রেখে সেই উচ্চাকাঙ্খী মনুষ্যকূল পারবে নাকো চাঁদ ছুতে,
বাড়বে শুধুই হতাশা,
শুন্য কভু একশো হয়না, তবে কেন করছো নিছক আশা।
তোমার আমার চেয়ে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ লক্ষ হাজার কোটি গুন জ্ঞানী,
এতটুকু ধৈর্য্য নাই বলো হে মনুষ্য তুমি কত বড় বিজ্ঞানী!
আমি যা পাইনি তা আমার প্রাপ্য ছিল না,
আমি হতাশ নই, তবে কেন তুমি তবু আমার ছোট মাথা কে এত বড় করতে চাও, এটা ঠিক না তুমি কি তা জানো না??