কল্পনা যতটা সুন্দর হয়,বাস্তবতা ততটা নয়
দিকে দিকে হাহাকার,মানুষের চিৎকার,মনুষত্বের অবক্ষয়।

প্রতিটি ভোরের সাথে হাজারো মানুষের জীবনে আসে নতুন গল্প,
নাটক,সিনেমা,গানে বা কবিতাও পারেনা,সব করতে ধারণ..... ব্যতীত কিছুটা অনুকল্প।

দামী গাড়ি,উঁচু বাড়ি তবু পথের কোণে কিছু মানুষের রোনাজারি...
ওরা জন্ম থেকেই জানে পেটের দায় কি জিনিস ,  
কানে সদা বাজে কটুকথা বাহারি....

নাম টুকাই,ঠিকানা জানা নাই
কখনো রাস্তায়,কখনো নর্দমার পাশের বস্তিতে হয়ত রাত কাটায়...


কাধে বস্তা, ভরা প্লাস্টিক পলিথিন হোকনা সস্তা
যদি তাও না জুটে, ডাস্টবিনের আবর্জনায় খুজে জীবন,
হোক পচা বাসি তবু তাতে খুশি
খালিপায়ে কত ক্ষত,তবু ওরা পথে নামে বাচতে
পথ চলতে চলতে ওদের জীবন কেটে যায়
দানশীল তুমি, আমি,আমাদের মনুষ্যত্ব তখন কোথায় হারায়!

ওরাও মানুষ ওরাও হাসতে চায়
বাচতে চায় আমাদের মতো,
অন্নের তরে যাদের এত হাহাকার
দরিদ্র দেশের সচেতন নাগরিক,আমরা কি একসাথে হয়ে করতে পারিনা এই পীড়ার প্রতিকার??